kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

সোনামসজিদে ফল সবজির সর্ববৃহৎ কোল্ড স্টোরেজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু হলো ফল ও সবজির কোল্ড স্টোরেজ ম্যাক অ্যাগ্রো লিমিটেডের। গতকাল  প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া। এটি দেশের সর্ববৃহৎ ও প্রথম ফ্রুুটস অ্যান্ড ভেজিটেবলসের কোল্ড স্টোরেজ বলে দাবি কর্তৃপক্ষের।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ম্যাক অ্যাগ্রো লিমিটেড চত্বরে গতকাল ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন চন্দ্র কর্মকার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ফয়শাল, ম্যাক অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাউসার মিলন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ আমবাগান মালিক, আম ও সবজি উৎপাদন ও সরবরাহকারীরা। উদ্বোধন শেষে আলোচনাসভা এবং মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ম্যাক অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাউসার মিলন বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা