‘মানবতার গাড়ি’ যাবে বাড়ি বাড়ি। শহরবাসীর অপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে পৌঁছে দেবে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের কাছে। মাদারীপুর শহরের শহীদ কানন চত্বরে গত শুক্রবার সন্ধ্যায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটির উদ্যোগে নকশিকাঁথার সহযোগিতায় এই গাড়ি যাত্রা শুরু করল। ছবি : কালের কণ্ঠ
মানবতার গাড়ি। কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটির উদ্যোগে ও নকশিকাঁথার সহযোগিতায় এ গাড়ি বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করবে। পরে তা বিনা মূল্যে অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে। গত শুক্রবার মাদারীপুর শহরের শহীদ কানন চত্বরে মানবতার গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস ও আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মোহাম্মাদ সোহেল-উজ্জামান। এ বিষয়ে শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী বলেন, ‘গ্রামের অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে এই মানবতার গাড়ি তৈরি করা হয়েছে। আমরা প্রতি সপ্তাহে এ গাড়ি নিয়ে চলে যাব কোনো গ্রামে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন গ্রামে যাব। এতে করে গ্রামের অনেক মানুষ উপকৃত হবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘শীত মৌসুম ছাড়াও যেকোনো দুর্যোগে আমরা এ গাড়িতে করে ত্রাণ নিয়ে অসহায়দের মধ্যে ছুটে যাব।’
মন্তব্য