রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে মহানগরের সোনাদিঘিসংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করতে হবে। আমরা জানতে পেরেছি, সেখানে শহীদ মিনারের পরিবর্তে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা করছে কুচক্রী মহল। এ পাঁয়তারা বন্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মাহমুদ দ্বীপ, মো. রিয়াজ, এইএইচটির শিক্ষার্থী মো. আকাশ প্রমুখ।
মন্তব্য