kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

সীমান্তে পাঁচ কোটি টাকার সোনার বার জব্দ

যশোর প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের চৌগাছায় ৬০ পিস সোনার বার জব্দ করেছে বিজিবি। গত শুক্রবার উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে বারগুলো জব্দ করা হয়। যার দাম আনুমানিক চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। গতকাল শনিবার সদরের ঝুমঝুমপুরে ৪৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে ঢোকার সময় দুই চোরাকারবারিকে দেখে ধাওয়া করে বিজিবির বিশেষ অভিযানদল।

এ সময় তাঁরা পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান।

মন্তব্যসাতদিনের সেরা