চুয়াডাঙ্গায় এবার যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি খাদিমপুর গ্রামের কৃষিশ্রমিক আলমগীর হোসেনের বলে ধারণা করা হচ্ছে। তিনি গত দুই মাস ধরে নিখোঁজ ছিলেন।
এর আগে গত ২১ নভেম্বর দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরে কুষ্টিয়ার কলেজছাত্রী মিম খাতুনের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। আলমগীরের বাবা কাতব আলী জানান, গত ১০ অক্টোবর থেকে তাঁর ছেলে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, খাদিমপুরের কয়েকজন কিশোর ডোবায় মাছ ধরতে গিয়ে কঙ্কালটি দেখতে পায়। খবর পেয়ে তাঁরা কঙ্কালটি উদ্ধার করেছেন। পরিচয় আর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য