চার বছর আগে স্বামীকে হারিয়েছেন নওগাঁর মান্দার পিড়াকৈর গ্রামের গীতা রানী প্রামাণিক। তাঁর কোনো সন্তান নেই, জমিজমাও নেই। দেবোত্তর সম্পত্তিতে বাড়ি তুলে থাকছেন। সত্তর ছুঁই ছুঁই এই বৃদ্ধার ভাগ্যে এখনো সরকারি কোনো সহায়তা জোটেনি। গবাদি পশু পেলে সংসার চালান। কিন্তু বৃহস্পতিবার রাতে গোয়ালঘর থেকে তাঁর একমাত্র সম্বল গাভি, বাছুর আর ছাগল চুরি হয়ে গেছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। গীতা অভিযোগ করেন, নিজের সন্তান না থাকায় সতিনের ছেলে আনন্দ চন্দ্র প্রামাণিককে অনেক আদর-স্নেহ করেন। কিন্তু নিজের বিয়ের পর থেকে আনন্দ প্রায়ই তাঁকে (গীতা) নির্যাতন করছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। তার পরও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ গত সপ্তাহে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ আনন্দকে সতর্ক করে দেয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে তাঁর গাভি, বাছুর ও ছাগলটি চুরি হয়। গীতা জানান, গাভির দুধ এবং গোবর থেকে তৈরি কাড়িয়া বিক্রির টাকায় কোনো রকমে তাঁর সংসার চলত। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য