চাঁদা না পেয়ে যশোরের অভয়নগরে দলিল লেখক বিপ্লব কুমার দের (৪০) বাড়িতে দুই রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার ভোরে রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিপ্লব কুমার দে জানান, তিন দিন আগে মোবাইল ফোনে তাঁর কাছে নিষিদ্ধ চরমপন্থী দলের পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা দিতে রাজি না হওয়ায় শুক্রবার ভোরে সন্ত্রাসীরা তাঁর বাড়ির একটি দরজায় গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আঘাতে দরজা ভেঙে গেছে। খবর পেয়ে রানাগাতী ক্যাম্প পুলিশ রাতেই নমুনা সংগ্রহ করে। শুক্রবার দুপুরে ক্যাম্প পুলিশের সহায়তায় অভয়নগর থানায় মৌখিকভাবে ঘটনা জানানো হয়। বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বিপ্লব।
মন্তব্য