kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

বেলকুচিতে মামুনুলের ওয়াজ বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের বেলকুচিতে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রবল আপত্তির মুখে এ ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার বেলকুচি থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর উপজেলার জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, ‘আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। তাঁকে সিরাজগঞ্জে কোনো প্রকার মাহফিল করতে দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়েছি।’

মন্তব্যসাতদিনের সেরা