kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের সালথায় সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার সকালে সদ্যোনির্মিত বাইপাস সড়কে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনকারীদের অভিযোগ, বাইপাস সড়ক নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেছে। অথচ সড়কটি নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির টাকা এখনো পরিশোধ করা হয়নি। অবিলম্বে এই টাকা পরিশোধের দাবি জানায় তারা। এ সময় ফাতেমা বেগম, সেলিনা আক্তার, লাভলী বেগম প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা