kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

বিএনপি নেতা আলীম সিরাজগঞ্জে ‘অবাঞ্ছিত’

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদকও। দলের ১১টি অঙ্গসংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। গতকাল জেলায় বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা করেন বাবু। একই সঙ্গে আলীমকে জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আলীমের ইন্ধনে বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রবিউল মণ্ডল তাঁর ফেসবুক আইডিতে দলের তিন নেতা-নেত্রীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এর জেরে আলীমকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা