kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

পুলিশ কর্তার ছেলে হত্যায় ভাই গ্রেপ্তার

খুলনা অফিস   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় পাঁচ বছরের ছেলেকে হত্যার অভিযোগে ভাই অনুপ মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ কর্মকর্তা অমিত মণ্ডল। গতকাল বটিয়াঘাটা থানায় এ মামলা করেন তিনি। মামলাটিতে অনুপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগের দিন সোমবার তাঁকে আটক করা হয়েছিল। গতকাল তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, অমিত ঢাকার বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী তনুশ্রী মণ্ডল ও ছেলে জশ মণ্ডলকে নিয়ে ঢাকায় থাকেন এএসআই অমিত। রাসপূজা উপলক্ষে গত রবিবার রাতে ছেলেকে নিয়ে বটিয়াঘাটার ফুলতলা গ্রামে আসেন তনুশ্রী। পরদিন সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। লাশের গলায় কালো দাগ আছে।

মন্তব্যসাতদিনের সেরা