kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

আ. লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল দুটির কেন্দ্রীয় সিদ্ধান্তে গত শনিবার নৌকার প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেন সাখো ও গত সোমবার ধানের শীষের প্রার্থী হিসেবে আসাদুজ্জামান আরশেদ মনোনয়ন পেয়েছেন। সাখাওয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আরশেদ পৌর বিএনপির আহ্বায়ক। এর আগে উপজেলা ও পৌর নির্বাচনে একাধিকবার সাখাওয়াতকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। অন্যদিকে এবারই প্রথম বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন আরশেদ। প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

মন্তব্যসাতদিনের সেরা