kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ছয় দিন ধরে পানি নেই হাসপাতালে

আমতলী (বরগুনা) প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাম্প মেশিন পুড়ে যাওয়ায় ছয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগী, রোগীর স্বজন ও হাসপাতাল কোয়ার্টারে বসবাসরত ২০টি পরিবার। দ্রুত নতুন পাম্প মেশিন স্থাপন করে পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পাম্প মেশিনটি পুড়ে যায়। এতে ছয় দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সংকটে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা