চাঁপাইনবাবগঞ্জে ডিশ ব্যবসায়ী মুকুল হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাঁদের আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন। এ সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক আছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের ডলার, সুইট, আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও বাহার আলী। তাঁদের মধ্যে সুইট পলাতক রয়েছেন।
মন্তব্য