বেনামে থাকা একাধিক ফেসবুক আইডি থেকে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রটানোর অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শাহাদাত হোসেন সোহাগ (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর গত রবিবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর হোসেন ম্যানশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহাগ নুর ম্যানশনের মৃত নুর হোসেন ওরফে শহীদ উল্যাহ মাস্টারের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে সোহাগ ফেসবুকে দীর্ঘদিন থেকে তাঁর চাচাতো ভগ্নিপতি ওই কলেজ শিক্ষক ও তাঁর পরিবার সম্পর্কে অপপ্রচার চালিয়ে আসছিলেন। কোম্পানীগঞ্জ থানার ওসি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।
মন্তব্য