kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

অস্ত্র ও ডাকাতির মালসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের চকরিয়ায় নাইট কোচে ডাকাতির ঘটনায় জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তাঁদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গত রবিবার একজনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতরা হলেন মো. ইয়াছিন ওরফে জয়নাল (২৬), ছলিম উল্লাহ (৩৩), ছাবের আহমদ (২৯), আবুল কালাম (৩০), শাহ আমান ওরফে বাটু (২৮) ও মোহাম্মদ আবদুল্লাহ (২৫)। তাঁরা চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

মন্তব্য