ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে ব্যাংকের ভবিষ্যৎ তহবিল হিসাব (প্রভিডেন্ট ফান্ড) থেকে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগে ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দুপুরে পৌর মেয়র এই সাময়িক বরখাস্তের আদেশ দেন। এ ঘটনায় ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ঘটনার সত্যতা উল্লেখ করে গত ২৩ নভেম্বর প্রতিবেদন দাখিল করে। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নামে রূপালী ব্যাংক ঝালকাঠি শাখায় একটি হিসাব আছে। এতে কর্মচারীদের বেতনের ১০ শতাংশ, পৌরসভার শতাংশসহ মোট ২০ শতাংশ টাকা এই হিসাবে জমা হয়। বিধি অনুযায়ী এই টাকা কর্মচারীরা চাকরি থেকে অবসর নেওয়ার সময় পেয়ে থাকেন। অথবা কারো জরুরি প্রয়োজনে মেয়রের কাছে আবেদন করে ওই টাকা ঋণ হিসেবে নিতে পারেন।
মন্তব্য