kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

দরিদ্র মেয়েটির পাশে শুভসংঘ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়ের বিয়ে আগামীকাল সোমবার। কিন্তু অর্থাভাবে কোনো প্রস্তুতি নিতে পারছিলেন না চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল দাস। নিরুপায় হয়ে কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ বেলাল হোসেনকে বিষয়টি জানান তিনি। এ নিয়ে কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি, শুভসংঘের উপজেলা কমিটির সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন বেলাল। শেষে শুভসংঘের উপজেলা কমিটির পক্ষ থেকে গতকাল শনিবার মেয়েটির বাবাকে আর্থিক সহায়তা করা হয়। এ সময় সৌমিত্র, বেলাল ছাড়াও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য