বরগুনার পাথরঘাটায় সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার দোকানটির কর্মচারী আশিকুর রহমান সৈকত এ মামলা করেন। পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, পরিদর্শক মো. সাইদ আহমেদকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, পাথরঘাটা কলেজের সামনে অবস্থিত পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন এমপি রিমন। পাশের কক্ষেই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার টেলিকম’। গত বুধবার দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান কর্মচারী। চোররা কক্ষটির জানালার গ্রিল কেটে চার লাখ ৯১ হাজার টাকা দামের মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও আট হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, আগের দিন মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। এমপি রিমন জানান, মঙ্গলবার রাতে তিনি ভবনে ছিলেন না। একই ভবনে সহকারী পুলিশ সুপারের অফিস ও বাসা, ট্রাফিক পুলিশের অফিস, পাথরঘাটা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবন অবস্থিত। এ পরিস্থিতিতে যদি চুরি হয় তাহলে অন্যদের নিরাপত্তা কোথায়?
মন্তব্য