রংপুরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে লিটন মিয়া (২২) নামের এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে লোকজন। গতকাল শনিবার সকালে নগরীর আমাশু কুকরুল পূর্বপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকার আশুলিয়া শিল্প থানায় কর্মরত ওই পুলিশ সদস্যের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অনৈতিক কার্যকলাপের অভিযোগে এলাকার লোকজন ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর হারাধন রায় ও পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশ সদস্যকে থানায় নিয়ে যান।
পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) আবু মুছা সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
মন্তব্য