kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

ইয়াবার ফাঁসে প্রবাসী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসী যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে পুলিশের মহাপরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ ডাকযোগে গত বৃহস্পতিবার পাঠিয়েছেন ওই যুবকের বাবা। ভুক্তভোগী মো. সাদেক (২৭) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীর মাওলানা নুরুল হকের ছেলে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওমানপ্রবাসী সাদেক আট মাস আগে ছুটিতে দেশে আসেন। করোনাভাইরাস পরিস্থির কারণে সময়মতো কর্মস্থলে ফিরতে না পারায় তাঁর ভিসার মেয়াদ পার হয়ে যায়। পরে করোনা পরিস্থিতি একটু শিথিল হলে আবার বিদেশে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকার এক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক আছে দাবি করে একটি মহল তাঁকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। পরিবার ওই মেয়েকে বউ করতে অনীহা প্রকাশ করে। সাদেকের বিদেশ যাওয়া আটকাতে কয়েকজন নেতা ও পুলিশকে ম্যানেজ করা হয়। গত ২১ নভেম্বর রাতে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। ৫১ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বোয়ালখালী থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা করে আদালতে পাঠান। মাওলানা মো. নুরুল হক বলেন, ‘মসজিদে ইমামতি করে সন্তানদের খেয়ে না খেয়ে মানুষ করেছি। মূলত এক নারীকে ছেলের বউ হিসেবে মেনে না নেওয়ায় প্রভাবশালীরা পুলিশকে ম্যানেজ করে ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে।’

উপপরিদর্শক মো ওমর ফারুক বলেন, ‘ফাঁসানোর কিছুই নেই। তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য