সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাচারকালে ১০ টাকা কেজি দরের এক হাজার ৫২৬ কেজি চালসহ ব্যাটারিচালিত চারটি আটোরিকশা ও চালকদের গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের জগতলা বাজারসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ধান-চাল ব্যবসায়ী আব্দুল মতিনের গুদাম থেকে চালসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। চালগুলো কৈজুরী ইউনিয়নের দুস্থদের জন্য বিক্রির কথা ছিল। গ্রেপ্তার অটোচালকরা হলেন আবু সাঈদ, শওকত মোল্লা, মতিউর রহমান ও মুছা প্রামাণিক। তাঁদের সবার বাড়ি গালা ইউনিয়নের ভেরাকোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, চাল পাচারকালে প্রথমে এলাকাবাসী আটক করে তাঁদের। পরে শাহজাদপুর থানা পুলিশ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালগুলো জব্দ করেন। পরে চার অটোচালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অটোচালকরা পুলিশকে জানান, প্রতি অটোরিকশা ২৫০ টাকা ভাড়ায় ধান-চাল ব্যবসায়ী আব্দুল মতিনের গুদাম থেকে চালগুলো ডিলার আমিন উদ্দিনের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। পথে স্থানীয়রা ওই চালসহ তাঁদের ধরে পুলিশে দেয়।
মন্তব্য