kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

নির্বাচন বন্ধের প্রতিবাদে সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত হওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ সমাবেশ হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অমিতাভ বোসের প্রতি সমর্থন জানান স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শেখ মাহতাব আলী মেথু। ১০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বক্তারা বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই ষড়যন্ত্রকারীরা নিশ্চিত পরাজয় জেনে হাইকোর্টে গিয়ে নির্বাচন বন্ধের আদেশ এনেছে, কিন্তু পৌরবাসী এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।

২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল বারী সানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. শামসুল হক ওরফে ভোলা মাস্টার প্রমুখ।

মন্তব্য