kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

নবজাতককে কুপিয়ে হত্যা নেশাসক্ত বাবার

দিনাজপুর প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকার জন্য ২২ দিন বয়সী ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নেশাসক্ত বাবা।

গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার বারাইহাটে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত সুভাস মহন্তকে (২৮) আটক করেছে। তিনি সুনিল চন্দ্র মহন্তের ছেলে। পেশায় ইজি বাইকচালক।

নবজাতকের মা অনামিকা মহন্ত জানান, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই তাঁঁকে মারধর করতেন। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ঝগড়া ও মারধর করলে তিনি শ্বশুরের ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানেও সুভাষ তাঁকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর করেন। গতকাল সকাল ৭টায় তাঁকে ঘর থেকে বের করে শিশুকে ছিনিয়ে নেন। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে কোপান।

প্রতিবেশী চন্দ্র ও নন্দ মহন্ত জানান, সুভাস দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। কোনো কাজকর্ম করতেন না। দুই বছর আগে অনামিকার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্ত্রীর কাছে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন। টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। গত বুধবার সন্ধ্যায়ও স্ত্রীকে মারধর করেন। ঘটনাটি এলাকাবাসী অনামিকার বাবার বাড়িতে জানায়। বৃহস্পতিবার এ নিয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতার বৈঠক হওয়ার কথা ছিল।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, ঘটনা জেনে নবজাতকের মরদেহ উদ্ধার

এবং বাবাকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হচ্ছে।

মন্তব্য