শেরপুরের শ্রীবরদীতে এক মানসিক প্রতিবন্ধীর ভাতার কার্ড কেড়ে নিয়েছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য (মেম্বার) জাহানারা বেগম। এমনই অভিযোগ তুলেছেন উপজেলার সিংগাবরনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের দিনমজুর আব্দুর রেজ্জাকের স্ত্রী খালেদা বেগম। তিনি মানসিক প্রতিবন্ধী শিশু সিয়ামের (১১) মা। খালেদা বেগম জানান, প্রতিবন্ধী ভাতার জন্য সিংগাবরনা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য জাহানারা বেগম তাঁর কাছ থেকে এক হাজার ৫০০ টাকা নেন। এ বছর ওই শিশুর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হয়। সম্প্রতি ওই শিশুর পরিবার বিগত দিনের প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করেন। এ সময় ইউপি সদস্য তাঁদের কাছে আরো পাঁচ হাজার টাকা দাবি করেন। তা না দেওয়ায় কার্ডটি কেড়ে নিয়েছেন তিনি।
মন্তব্য