kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

প্রণোদনার বীজ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি অধিদপ্তরের বরাদ্দ করা প্রণোদনার বীজ ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছয়জন কৃষকের নামে ২০ কেজি করে গম-বীজ বরাদ্দ হয়েছিল।

গতকাল সকালে ওই ছয় কৃষক বাসেদ মিয়া, রমজান আলী, আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আমজাদ মিয়া বীজ নিতে উপজেলা পরিষদ চত্বরে যান। দুপুর ১২টার দিকে তাঁরা কৃষি অফিসের গুদাম থেকে বীজ তুলে ভ্যানগাড়িতে বাড়ি ফেরার পথে ইউএনওর বাসভবনের সামনের রাস্তায় দুর্বৃত্তরা পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের বীজগুলো ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বিষয়টি শুনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেহেতু ছিনতাইয়ের ঘটনাটি অফিসের বাইরে হয়েছে, তাই আমাদের করণীয় কিছু নেই। তবে পরে তাঁদের প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা