kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

গফরগাঁওয়ে ব্যাংকের ভেতর ছিনতাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এবং পৌর শহরের মধ্য বাজার এলাকায় আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা দিপালী বেগম (৩০) ও নাজমুল হক (২৩) নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনা দুটি ঘটে গতকাল রবিবার সকালে ও দুপুরে। আটক ছিনতাইকারী দিপালী বেগম পাশের নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। অন্যদিকে নাজমুল হক নরসিংদীর রায়পুরা থানার কাঁচারী কান্দি এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, ‘আটক দুজনের নামে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।’

মন্তব্যসাতদিনের সেরা