kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণ শুভসংঘের

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা বিস্তাররোধে মাস্ক বিতরণ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা শুভসংঘ। গতকাল দুপুরে শহরের কোর্ট রোড এলাকায় পথচারী ও নিম্ন আয়ের মানুষকে ডেকে ডেকে মাস্ক দেওয়া হয়। আবার অনেকে নিজ উদ্যোগে এগিয়ে এসেও মাস্ক সংগ্রহ করে। মাস্ক বিতরণের পাশাপাশি শুভসংঘের পক্ষ থেকে করোনায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান আলী, উপদেষ্টা ও কালের কণ্ঠ’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর, সদস্য আখতার আলী, লিটন, রুবেল, নাহিদ আলী প্রমুখ। মাস্ক বিতরণকালে সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা