kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার সমর্থক এবং বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা কালাম, শ্রমিক লীগ নেতা হাফিজুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল, শফিকুল, লিখন, ছাত্রলীগ নেতা জুয়েল, ফেরদৌসসহ ১০ জন আহত হন।

সংঘর্ষের বিষয়ে বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘আমি নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় যোগ দিতে কার্যালয়ের কাছাকাছি এলে সাজ্জাদুল হক রেজার লোকজন আমার নেতাকর্মীদের ওপর ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে আমার সাতজন কর্মীকে আহত করেন।’

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, ছয় রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা