kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

মুক্তিযোদ্ধা হত্যার বিচার চান ছেলে

খুলনা অফিস   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন মোল্লা হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তাঁর বড় ছেলে আল মামুন সুমন। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেছেন, হত্যাকারীরা ধরা পড়লেও ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। আসামিদের স্বজনদের হুমকিধমকিতে পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছেন তাঁরা।

নিহত মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মোল্লার ছেলে আল মামুন সুমন আরো জানান, ২০১৭ সালের ১৪ জুন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেনকে গুলি করে সন্ত্রাসীরা। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

মন্তব্যসাতদিনের সেরা