kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ছয় শিক্ষার্থীর অনশন স্থগিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির দাবিতে আন্দোলন করা ছয় শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে গত বুধবার চারজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মো. মিলন আলী, দীপক চন্দ্র দাস, মো. মাহফুজুল হক ও আল মামুন। অসুস্থদের মধ্যে মিলন ও দীপককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১ নভেম্বর ভর্তি পরীক্ষার কোর কমিটির সভা আহ্বান করা হয়েছে।’ প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ৪৪৪টি আসন শূন্য আছে। আসনগুলোর বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির দাবিতে এ, বি, ই, এফ ও এইচ ইউনিটের ছয় শিক্ষার্থী গত মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা