kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

কোর্ট পুলিশ হাজতে আসামির লাশ

রাজবাড়ী প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীতে কোর্ট পুলিশের হাজত থেকে আল আমিন মণ্ডল নামের এক হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আল আমিন অস্ত্রসহ তিন মামলার আসামি। রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, গতকাল একটি মামলায় হাজিরার জন্য আল আমিনকে জেলা কারাগার থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে তাঁকে কোর্ট পুলিশের হাজতে আনা হয়। সে সময় ওই হাজতে বিভিন্ন মামলার আরো ১২ জন আসামি ছিল। দুপুরে কোর্ট হাজত থানার ইনচার্জ পিএসআই ওমর ফারুক হাজতিদের রোল কল করেন। তখন আল আমিন সাড়া না দেওয়ায় ভেতরে গিয়ে বাথরুমের জিআই পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এ ঘটনায় পিএসআই ওমর ফারুক থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা