kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

বৃহত্তর যশোর বিভাগ দাবি

নড়াইল প্রতিনিধি   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৃহত্তর যশোরকে বিভাগ করার দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ গতকাল বুধবার দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, ‘বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ এর আগে ১১টি দাবিসংবলিত বিবৃতি প্রচার করে আসছে। ঢাকা, যশোর, ঝিনাইদহে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও গণসংযোগ করেছে।’ এর মধ্যে কিছু দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তাঁরা। পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, লে. কর্নেল হাসান ইকবাল (অব.), নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা