হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর ও চণ্ডিছড়া চা বাগান এলাকা থেকে ১৩২টি জবাই করা অতিথি পাখিসহ তিন শিকারিকে আটক করেন বন বিভাগের সদস্যরা। গতকাল সকাল ১০টার দিকে পাখিগুলো শিকার করে নিয়ে যাওয়ার সময় উপজেলার আমতলী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার বালিয়ারী গ্রামের আব্দুল হেকিমের ছেলে রুকু মিয়া (৪৮), আনোয়ার আলীর ছেলে কাইয়ুম (৪৬) ও আব্দুল হান্নানের ছেলে আল-আমিন (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল তাঁদের বন্য প্রাণী আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মন্তব্য