kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে অনশন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের একাংশ ভর্তির দাবিতে আমরণ অনশন শুরু করেছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ইউনিট, বি ইউনিট, এফ ইউনিট, এইচ ইউনিট ও ই ইউনিটের আট শিক্ষার্থী ভর্তির দাবিতে অনশন শুরু করেন। অনশনরত শিক্ষার্থীরা জানান, বশেমুরবিপ্রবিতে আসন ফাঁকা থাকার পরেও তাঁদের ভর্তি নেওয়া হয়নি। ফলে এখন তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব জানান, প্রায় এক বছর আগে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। তাই এখন আর শিক্ষার্থীদের ভর্তি করার সুযোগ নেই।

মন্তব্যসাতদিনের সেরা