তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, গ্রামকে শহরে রূপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের সব মৌলিক চাহিদা পূরণে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। এ জন্য গ্রামের মানুষ শহরের সেবা পাচ্ছে গ্রাম থেকেই। গ্রামে ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও করেছে বর্তমান সরকার।
গতকাল মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহারুল ইসলাম, সহসভাপতি ফরিদুল ইসলাম, আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, আদিবাসী নেতা সরেশ উড়াও প্রমুখ।
মন্তব্য