ময়মনসিংহে ধর্ষণ মামলায় মোতাহার হোসেন ওরফে মুতু (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।
দণ্ডিত মোতাহার হোসেন সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল সদর উপজেলার পাড়াইল গ্রামে আট বছরের শিশুকে ধর্ষণ করেন মোতাহার হোসেন। পরে এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে দীর্ঘ সময় পর গতকাল এ রায় দেওয়া হয়।
মন্তব্য