kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

রুখিয়ার পরিবারের পাশে শুভসংঘ

আঞ্চলিক প্রতিনিধি, রংপুর   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরুখিয়ার পরিবারের পাশে শুভসংঘ

রংপুর কারমাইকেল কলেজের মেধাবী ছাত্রী রুখিয়া রাউৎ সম্প্রতি নির্মমভাবে খুন হয়েছেন। ঘটনার পরদিন দিনাজপুরের ফুলবাড়ীতে তাঁর হাত-পা বাঁধা লাশ মিলেছে। এ অবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। গতকাল সোমবার সকালে রংপুরের বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের খোর্দবাগবাড় মিশনপল্লীতে রুখিয়ার বাড়িতে যান তাঁরা। এ সময় তাঁর পরিবারকে নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেন শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা সীমান্ত সাথী, সভাপতি নাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু ও সদস্য ময়দুল ইসলাম। এ ছাড়া রুখিয়াকে নিয়ে কালের কণ্ঠ’র অবসর পাতায় ‘বইগুলোও বুঝি কাঁদে’ শিরোনামে প্রকাশিত সংবাদের ডিজিটাল ব্যানার তাঁর মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। এ সময় শুভংকর পোদ্দার, মোস্তাফিজার রহমান, আজমাইন আলম জয়, সাহেব আলীসহ শুভসংঘের অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা