kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

নৌ পুলিশের ওপর হামলায় মামলা আসামি ৬৩৮

চাঁদপুর প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৌ পুলিশের ওপর হামলায় মামলা আসামি ৬৩৮

চাঁদপুর সদরে নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে চাঁদপুরে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক সদর মডেল থানায় এ মামলা করেন। এতে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৬০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ঘটনার পর পরই গ্রেপ্তার আতঙ্কে অনেক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে।

চাঁদপুর নৌ থানার ওসি কবির হোসেন খান বলেন, ‘এরই মধ্যে এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত রবিবার সকালে সদরের লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানকালে নৌ পুলিশের ওপর হামলা চালান জেলেরা। এতে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ অন্তত ২০ জন পুলিশ আহত হন।

মন্তব্যসাতদিনের সেরা