kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

দুই উপজেলায় শুভসংঘের ৩৫০ তালবীজ বপন

পার্বতীপুর ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদিনাজপুরের বিরামপুরে শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে বিরামপুর-হিলি রেললাইনের পাশে ২৫০টি তালবীজ বপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, চরকায় রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার, বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান, সাংবাদিক মাহাবুর রহমান, মোস্তাফিজুর রহমান মিলন, শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তামিন, সহসম্পাদক আমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শুভসংঘের উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী নূর জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা শাখার নির্দেশে এক হাজার তালবীজ বপনের কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা। এর অংশ হিসেবে গতকাল ২৫০টি তালবীজ বপন করা হয়। অন্যদিকে পার্বতীপুরে গতকাল সকালে হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতন-সংলগ্ন সড়কের দুই পাশে শতাধিক তালবীজ বপন করেছে কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা শাখা। স্কুলটির প্রধান শিক্ষক মো. আবু এহিয়া কুসুম এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে অংশ নেন শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল ইসলাম মাহফুজ, সাধারণ সম্পাদক মো. ওমর, সদস্য মাহাবুল ইসলাম, মো. রায়হান ইসলাম, মোছা. আদুরী ও সেতু।

মন্তব্যসাতদিনের সেরা