kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

নিয়োগ দাবিতে শ্রমিকদের আলটিমেটাম

দিনাজপুর প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চাকরি বঞ্চিত শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিদ্যুেকন্দ্রের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিদ্যুেকন্দ্র কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেন (আলটিমেটাম) আন্দোলনরত শ্রমিকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উন্নয়নকাজ শেষ হয় ২০১৭ সালে। তখন ১৪৩ জন শ্রমিক কাজ হারান।

মন্তব্য