kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

এসিডে পুড়লেন ঘুমন্ত ইউপি সদস্য

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা   

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার আদমদীঘিতে ঘুমন্ত ইউপি সদস্য হারুন-অর রশিদের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার পিঠ ঝলসে গেছে। গতকাল ভোর ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। হারুন-অর রশিদ আদমদীঘি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, প্রতিদিনের মতো ইউপি সদস্য হারুন-অর রশিদ রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ভোরে তাঁর শোবার ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়। হারুনের চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মন্তব্য