kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

তালবীজ বপন করল হাবিপ্রবি শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই’—স্লোগানে দিনাজপুরে মাসব্যাপী তালবীজ বপনের কর্মসূচি হাতে নিয়েছে কালের কণ্ঠ শুভসংঘের জেলা শাখা। এরই ধারবাহিকতায় শুভসংঘের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার বন্ধুরা গতকাল বুধবার সকালে এ বীজ বপন করেছেন। ক্যাম্পাস এলাকাসংলগ্ন বাঁশের হাট থেকে কর্ণাই পর্যন্ত সড়কের দুই পাশে এ বীজ বপন করেন তাঁরা। এ সময় শুভসংঘের জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, হাবিপ্রবি শাখার সভাপতি হরিদাস চন্দ্র রায়, সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, মো. জুনায়েদ প্রিয়, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি রশিদুল ইসলাম, ইভেন্ট সম্পাদক হুমায়ন পারভেজ, হাবিপ্রবি শাখার কার্যকরী সদস্য দুলাল সরকার, মো. শিহাবুজ্জামান, রায়হান কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা