kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

ভাঙ্গুড়ায় সবার নিচে নৌকা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ও মণ্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) গোলাম ফারুক টুকুন এবং মণ্ডতোষ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার আলী মাস্টার নির্বাচিত হন। তবে ভাঙ্গুড়া সদর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বেলাল হোসেন খান সবচেয়ে কম ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নে চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গোলাম ফারুক টুকুন পেয়েছেন পাঁচ হাজার ৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম বিদ্যুৎ পান দুই হাজার ৩৯৪ ভোট। বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) জাহিদুজ্জামান এক হাজার ৭৫০ ভোট পেয়ে তৃতীয় এবং আওয়ামী লীগের প্রার্থী বেলাল হোসেন খান (বর্তমান চেয়ারম্যান) এক হাজার ৪৭৯ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা