kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ঝালকাঠিতে যুব মহিলা লীগকর্মী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে শহরের সিটি পার্ক নতুন চরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মণ্ডল বাদী হয়ে গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কারের জন্য প্রস্তাবিত) শারমীন মৌসুমী কেকা, শহর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, যুব মহিলা লীগকর্মী ফতেমা শরীফসহ ১৭ জনের নামে আদালতে মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা