kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

নাটোরে শিশুখাদ্য বিতরণ শুভসংঘের

নাটোর প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে নাটোরে ১০০ বন্যার্ত শিশুর মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নলডাঙ্গা পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুখাদ্য বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ত্রাণবিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ এবং নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমদ্দিন, পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওয়ায়েশ আলী, শুভসংঘ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক সুস্ময় দাস তনয় প্রমুখ। ত্রাণ বিতরণে হ্যাপি নাটোরের স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

মন্তব্যসাতদিনের সেরা