kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

লেকে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক লেকে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মনাটেক গ্রামের মৃত সুরেশ চাকমার মেয়ে রানজুনি চাকমা (৬)  এবং কাজল চাকমার মেয়ে বৃষ্টি চাকমা (১০)। স্থানীয় লোকজন জানায়, মনাটেক লেকে খেলতে নেমেছিল ওই দুই শিশু। পরে তারা গভীর পানিতে তলিয়ে যায়। আরেক শিশু তুলনা চাকমার কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহালছড়ি থানার ওসি জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

মন্তব্যসাতদিনের সেরা