kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

নওগাঁয় বাফার গুদাম স্থাপনের দাবি

নওগাঁ প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় যৌক্তিক স্থানে বাফার গুদাম (রাসায়নিক সার সংরক্ষণের গুদাম) স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখা। গতকাল শহরের সরিষাহাটির মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএর নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল করিম। এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক হারুণ-অর-রশিদ বলেন, ‘স্থানীয় সার ব্যবসায়ী ও কৃষকদের দাবির বিষয়টি বিসিআইসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের দাবির বিষয়টি বিবেচনা করে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেবে বিসিআইসি কিংবা শিল্প মন্ত্রণালয়।’

মন্তব্যসাতদিনের সেরা