kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

‘পানি সরাও মানুষ বাঁচাও’

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘পানি সরাও—মানুষ বাঁচাও’ স্লোগানে টিআরএম প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল খননসহ প্রশস্ত করার দাবি জানাল ভবদহ জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা মানুষেরা। প্রায় দুই হাজার নারী-পুরুষ যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার মধ্যবর্তী মশিয়াহাটী বাজারে মানববন্ধন করে এ দাবি জানায়। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আয়োজনে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরুর আগে মশিয়াহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। তাতে আগামী ২৮ অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ স্মারকলিপি দেওয়ার ঘোষণা করা হয়। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমিটির আহ্বায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহসভাপতি সানা আব্দুল মান্নান প্রমুখ।

মন্তব্য