kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

‘অপরাধ নির্মূলই আমাদের লক্ষ্য’

সিংড়া (নাটোর) প্রতিনিধি    

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘অপরাধ নির্মূলই আমাদের লক্ষ্য’

শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নির্মূল করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। গতকাল শনিবার সকালে নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে এ মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।’ তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার অনুমোদন দিয়েছেন, যা আগামী সংসদীয় অধিবেশনে সব সংসদ সদস্যের সর্বসম্মতক্রমে পাস হবে।’ এর আগে প্রতিমন্ত্রী বলেন, ‘নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগসহ যেকোনো জরুরি প্রয়োজনে গত তিন বছরে ৯৯৯ নম্বরে দুই কোটি ১৬ লাখ কল এসেছে। পুলিশ জেগে থাকে বলেই বাংলাদেশের জনগণ ঘুমাতে  পারে। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।’  তিনি বলেন, ‘ইতিমধ্যে এক হাজার থানাকে ফাইবার অপটিক্যাল ক্যাবলের আওতায় আনা হয়েছে। দুটি থানায় অনলাইন জিডির ব্যবস্থা করা হয়েছে।’ সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

মন্তব্য